Wednesday, July 13, 2016

সালমান-আনুশকার বিরুদ্ধে প্রতারণার মামলা

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ৬ জুলাই ভারতজুড়ে মুক্তি পেয়েছে তুমুল আলোচিত সিনেমা ‘সুলতান’। সুপারস্টার সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ছবিটি এরইমধ্যে বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে। অথচ মুক্তির সাত দিন না পেরোতেই এই দুই তারকা অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দিলেন সবির আনসারি নামের এক ব্যক্তি।


তার দাবি ২০১০ সালে মুম্বাইয়ে নিজের গল্প শুনিয়েছিলেন অভিনেতা সালমানকে। সালমান তখন তার গল্প শুনে নাকি বলেছিলেন যদি কখনো এমন গল্পে সিনেমা হয় তাহলে তাকে ২০ কোটি রুপি দিবেন। সদ্য ‘সুলতান’ ছবিটি মুক্তির পর এই ছবির গল্পের সঙ্গে মিল খোঁজে পেয়েছেন সবির আনসারি। কিন্তু কথামত তাকে ২০ কোটি রুপি না দিয়ে এমন গল্প নির্মাণের জন্য অভিনেতা সালমান ও আনুশকার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তিনি।


শুধু সালমান-আনুশকার বিরুদ্ধে নয়, বরং ছবির নির্মাতা আলি আব্বাস জাফরসহ ‘সুলতান’ ছবির একাধিক কলাকুশলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন সবির। আর স্থানীয় আদালত এই মামলার শুনানি আগামি ২৬ জুলাই ধার্য করেছেন।

No comments:

Post a Comment