Saturday, July 23, 2016

চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় ২০ জন নেতা কর্মী আহত হয়েছেন বলে দাবী করেছেন দলের নেতারা। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিছিল নিয়ে দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নগরীর কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে এ ঘটনা ঘটেছে। তারেক রহমানের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনবি’র পূর্ব নিধারিত সমাবেশ করতে পারেনি।


পুলিশের লাঠিপেটায় আহতদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, পাহাড়তলী যুবদল নেতা হামিদ হাটহাজারী বিএনপি নেতা আরিছ চৌধুরী, সরোয়ার আজীজ, নুরুল আলম নুরুসহ বেশ কয়েকজন নেতা কর্মীকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন বলে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন।


তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদ- দেয়ার প্রতিবাদে বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে দলীয় কার্যালয়ের নাসিমন ভবনে সমাবেশ যাওয়ার সময় কোন ধরণের উস্কানি ছাড়াই সিএমপির কোতোয়ালী জোনের এসি জামানের নির্দেশে পুলিশ আমাদের মিছিলে হামলা চালায়। এসময় পুলিশের লাঠিপেটায় তাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় । এসময় পুরিশের লাঠিচার্জ এবং ধাওয়া খেয়ে নেতাকর্মীরা গুরুত্বর আহত হয়েছেন।


অপরদিকে এ ঘটনার পর কোতোয়ালী থানার এসআই মাসুদ জানান, বিএনপি নেতা কর্মীরা মিছিল করার সময় তাদের মিছিল করতে নিষেধ করা হয়। এতে তারা পুলিশের দিকে তেড়ে আসে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।


কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, কোন হামলা খবর আমার জানা নেই। দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষ হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি। পরে কিছু হয়েছে কিনা জানি না।

No comments:

Post a Comment