ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হলো রাশিয়া। সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’র রায় অনুযায়ি রিও অলিম্পিক থেকে বাদ পড়ছে রাশিয়া। সর্বোচ্চ আদালতের রায়ের পর আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, বিচারক প্যানেল রায় দিয়েছে যে রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না রুশ অ্যাথলেটরা। কারণ তারা আইএএফ এর নিয়মানুযায়ী যোগ্য নয়। ভয়াবহ মাত্রার ডোপিং কেলেঙ্কারির কারণে গত বছরই রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে। তবে রাশিয়ার ৬৮ ক্রীড়াবিদ ও অলিম্পিক কাউন্সিল এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাদের খেলার আশা বেঁচে থাকে। কিন্তু এরপর বিশ্ব মাদক বিরোধী সংস্থা ওয়াডার প্রতিবেদনে জানা যায়, রাশিয়া সরকারের প্রত্যক্ষ মদদে অ্যাথলেটদের ডোপ করা হয়েছে। স্বাভাবিকভাবে এমন প্রতিবেদনে নড়েচড়ে বসে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিও (আইওসি)। রিও অলিম্পিক থেকে গোটা রাশিয়াকে নিষিদ্ধ করার অনুরোধ জানায় ওয়াডা। তাদের সমর্থন জানায় জার্মান অলিম্পিক কর্তৃপক্ষ, আর আগে থেকেই সঙ্গে থাকা কানাডা ও নিউজিল্যান্ডের ডোপিং সংস্থা। সেই প্রেক্ষিতে বৈঠকে বসে অলিম্পিক কাউন্সিল। ক্রীড়া আদালত দুই পক্ষেরই কথা শোনে। তবে শেষ পর্যন্ত রায় এলো রাশিয়ার বিরুদ্ধেই।
No comments:
Post a Comment