চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন কলেজের সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা এবং দুই কলেজের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিতে যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে নগর ছাত্রলীগ। বুধবার নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ অভিযোগ তোলা হয়। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির নেতৃত্বে এক প্রতিনিধিদল স্মারকলিপিটি পুলিশ কমিশনারের হাতে তুলে দেয়। স্মারকলিপিতে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর স্বাক্ষরও রয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ‘৩০ বছর পর চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র রাজনীতি ফিরিয়ে এনে সাধারণ শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছে ছাত্রলীগ। ঠিক সে সময় বিতর্কিত ও কথিত এক যুবলীগ নেতা ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে কোনো কারণ ছাড়াই বার বার শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই যুবলীগ নেতা কলেজের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ছাত্রলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে।’ স্মারকলিপিতে নুর মোস্তফা টিনুর নাম উল্লেখ করা না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা এই ‘বিতর্কিত ও কথিত এক যুবলীগ নেতা’ বলতে টিনুকে ইঙ্গিত করা হয়েছে বলে জানান। স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলার বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিতে হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপি দেওয়ার সময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, জয়নাল উদ্দিন জাহেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু প্রমুখ। এদিকে নগর ছাত্রলীগের আরেক বিবৃতিতে বৃহস্পতিবার দুই কলেজের অধ্যক্ষকে আটটি দাবি দিতে ছাত্রলীগের কলেজ শাখার নেতাদের নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। এই দাবিগুলো হলো, বিভিন্ন বিভাগের শিক্ষক সংকট নিরসন করা, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন স্থাপন, প্রতিটি বিভাগের সেমিনারে সুপেয় পানির ব্যবস্থা করা, প্রতিটি বিভাগের সেমিনারে পত্রিকা পাঠের ব্যবস্থা করা, ছাত্র-শিক্ষকদের ব্যবহৃত প্রতিটি বাথরুম সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্ষাকালীন কলেজের রাস্তাগুলোর পিচ্ছিলতা সমস্যার সমাধান করা, কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য কলেজ বাস সার্ভিস চালু করা, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment