Wednesday, July 27, 2016

তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে যুদ্ধাপরাধী ১৯৫ সেনা কর্মকর্তার










পাকিস্তানের ১৯৫ বা ততোধিক যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তা তথ্য সংগ্রহ করার লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রাথমিক কমিটি গঠণ করা হয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘উক্ত কমিটির মাধ্যমে যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত আছে। তথ্যাদি প্রাপ্তির পর যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান।

কারাগারগুলোতে বিনা বিচারে কোনো বন্দি আটক নেই
যশোর-২ আসনের সদস্য মনিরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান,  দেশের কারাগারগুলোতে বিনা বিচারে কোনো বন্দি আটক নেই বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, দেশের ৬৮টি কারাগারে বর্তমানে ৬৭ হাজার ৫৮৩ জন বন্দি রয়েছে। এদের মধ্যে ৪৮ হাজার ৫৩৪ জন বিচারাধীন বন্দি এবং ১৯ হাজার ৪৯ জন সাজাপ্রাপ্ত বন্দি।

দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ
রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে মোট ৩১ লাখ ৯ হাজার ৯৬৭টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে আপীল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৭৯২ টি এবং হাইকোর্ট বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৩০৩ টি, এছাড়া জেলা পর্যায়ে সহকারী জজ আদালত হতে জেলা ও দায়রা জজ আদালতসহ সকল প্রকার ট্রাইব্যুণালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৪৬১ টি এবং জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে (সিএমএম/সিজেএম) আদালতসমুহে বিচারাধীন মামলার সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪১১ টি।

তিনি বলেন, মামলার জট কমাতে বিচারক নিয়োগ, বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি প্রয়োগ, অগ্রাধীকার ভিত্তিতে মামলা নিষ্পত্তি, প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন, ডিজিটাল কজলিস্ট চালু, আর্থিক অসচ্ছল ব্যক্তিদের সরকারী খরচে আইনগত সহায়তা প্রদানসহ নানাবিধ কার্যক্রম চালু করা হয়েছে, আশা করি দ্রুত এসব মামলার নিষ্পত্তি হবে।

 






































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
২৭ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

No comments:

Post a Comment