অচেনা নাম্বার থেকে মেসেজ পেয়েছেন? বা মিসড কল তালিকায় অচেনা নাম্বার পাচ্ছেন? একেবার অন্য রকম সে নাম্বার? এই পরিস্থিতি ওই নাম্বারে কল ব্যাক করার ব্যাপারে সাবধান থাকুন। একবার কল দিয়ে ফেললেই আপনার বিল হয়ে যেতে কয়েক শ’ টাকা! পোস্ট পেইড সংযোগ ব্যবহার করলে বিল ছাড়িয়ে যেতে পারে হাজার টাকাও! বর্তমানে চেক প্রজাতন্ত্রে এ ধরণে ফোন স্ক্যামিং বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। সে দেশে +২৪৩ দিয়ে শুরু হওয়া নাম্বার থেকে কল আসছে গ্রাহকদের কাছে। তারপর গ্রাহকরা সে সব নাম্বারে কল ব্যাক করার পরই টের পাচ্ছেন যে, একাউন্ট জিরো হয়ে গেছে! +২৪৩ দিয়ে মূলত কঙ্গোর ফোন নাম্বার শুরু হয়। ইন্টারনেট দুনিয়াও এ ধরণের আরো স্ক্যামিং পদ্ধতি ছড়িয়ে রয়েছে। বিশেষত তরুণ-যুবকদেরকে নারীদের সাথে কথা বলার প্রলোভন দেখিয়ে কিছু নাম্বার প্রচার করা হচ্ছে। সে সব নাম্বারে ফোন করলেই কেটে নেয়া হচ্ছে শত শত টাকা। এই পদ্ধতির স্ক্যামিং বেশি চলছে দক্ষিন এশিয়ায়।
সুতরাং একেবারে অচেনা নাম্বারে ফোন করার আগে একটু ভেবে নিন; নিশ্চিত হয়ে নিন আপনি আসলে কাকে ফোন করছেন!
No comments:
Post a Comment