দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের, আগামী ৩০ সেপ্টেম্বর। তবে শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জাগে! শনিবার ইসিবি জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। এরপর সরকারের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
এদিকে গুলশানের ঘটনায় কপালে ভাঁজ পড়েছে ইংল্যান্ডের ওয়ানডে ও টি২০ অধিনায়ক ইয়ান মরগানের। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ মুহূর্তে এটা বিরাট চিন্তার বিষয়। আমরা সব সময় ইসিবির ওপর বড় সিদ্ধান্ত ছেড়ে দিয়ে থাকি। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে মানুষ পাঠায়। যদি নিরাপদ হয়, তবেই খেলোয়াড়দের কাছে জানতে চাওয়া হয় সেখানে যেতে ইচ্ছুক নাকি অনিচ্ছুক? অবশ্যই এই মুহূর্তে এটা উদ্বেগের বিষয়।’
আগামী কয়েক সপ্তাহের পর্যবেক্ষণে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক না হলে সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার কথা জানালেন মরগান!সেরকম ইংঙ্গিত দিয়ে ইংলিশ দলনেতা বলেন, ‘যদি পরিস্থিতি সে রকম (উদ্বেগজনক) হয়, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি আয়োজন করা যেতে পারে।’
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা জিম্মি করে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান শেষে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও জবাই করা অবস্থায় ২০ জনের লাশ পাওয়া যায়।
No comments:
Post a Comment