কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদের একটি চায়ের দোকানে ইউরো ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় অস্ত্রের মুখে অপহৃত তিন যুবককে প্রায় ২৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ২টার দিকে তাদের অপহরণ করা হয় এবং পরেরদিন রাত ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার নতুন অফিসের পূর্বের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান তাদের সাঁড়াশি অভিযানে অপহৃতরা মুক্তি পেয়েছেন দাবি করলেও প্রায় দুই লাখ টাকা মুক্তিপণে তারা ছাড়া পেয়েছেন বলে দাবি স্বজনদের।
মঙ্গলবার চকরিয়া থানার ওসি সাংবাদিকদের বলেন, তিন যুবককে অপহরণের পর থেকে কক্সবাজারের চকরিয়া থানা, রামু থানা ও বান্দরবানের লামা থানা পুলিশের পৃথক দল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পুর্বদিকের দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান তৎপরতা জোরদার করে। পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে প্রায় ২৩ ঘণ্টা পর অপহরণকারী চক্র তিন যুবককে অক্ষত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধারের পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজার পাড়ার কবির হোসেনের ছেলে মোহাম্মদ জিয়াবুল (২৬), রমজান আলীর ছেলে মো. জয়নাল উদ্দিন (২৮) ও মিলন মুন্সীর ছেলে হেলাল উদ্দিন (২৭)।
স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ২টার দিকে ভিলেজার পাড়ার কবির হোসেনের চায়ের দোকানে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দেখছিলেন স্থানীয় একাধিক যুবক। এসময় ১০-১২ জন বন্দুকধারী দোকানে হানা দিয়ে তাঁদের জিম্মি করে এবং কবির হোসেন ও তাঁর ভাই নজির হোসেনের বাড়িতে হানা দিয়ে চারটি মুঠোফোন ও সাড়ে তিন ভরি স্বর্ণ লুট করে। পাশের আরেকটি বাড়িতে হানা দিয়ে ইনু বাহিনীর ইনু (৪০) ও তাঁর সহযোগী জসিম উদ্দিনকে (৪০) কুপিয়ে জখম করে। ঘটনার সময় দুর্বৃত্তরা কবির হোসেন ও অপর দুই ব্যক্তিকে ছেড়ে দিয়ে তিনজনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
ফিরে আসা জিয়াবুল বলেন, তারা আমাদের চোখ বেঁধে কোথায় নিয়ে যায় ঠিক বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পারি গভীর জঙ্গলে ছিলাম আমরা। কল্পনাও করিনি আমরা অক্ষত ফিরবো। তারা যে টাকা দাবি করেছে তা দিতে পারবে না পরিবার। পরে এক লাখ ৮৫ হাজার টাকা তাদের নির্ধারিত জায়গায় রেখে আসার পর তারা আমাদের ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত এক বছরে প্রায় ২০ জনকে এভাবে অপহরণ করে দুবৃত্তরা। এদের অধিকাংশই মুক্তিপণে ফিরে এসেছেন।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Wednesday, July 13, 2016
চকরিয়ায় অপহৃত তিন যুবক ২৩ ঘণ্টা পর উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment