Thursday, July 28, 2016

পজিটিভ খবরে দেশকে এগিয়ে নেবে নিউজ২৪, আনুষ্ঠানিক যাত্রায় প্রত্যাশা










নেতিবাচক খবরের হাঁকডাকে নয়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ-দশের পক্ষে ইতিবাচক খবর পরিবেশন করে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ২৪ দেশকে এগিয়ে নিয়ে যাবে। চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রায় এমন প্রত্যাশার কথাই জানালেন অতিথিরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসি,বি) গুলনকশা হলে নিউজ২৪ এর আনুষ্ঠানিক সম্প্রচার অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান তারা।

বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন নিউজ২৪ এর সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

আমির হোসেন আমু বলেন, সত্য জিনিস সত্যভাবে প্রচার হোক। কিন্তু অনেকেই নেতিবাচক খবর পরিবেশন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটা ঠিক  নয়। দেশের ইতিহাস-ঐতিহ্য আমাদের সন্তানদের জানাতে সংবাদমাধ্যমের ভূমিকা অনেক বেশি।

তিনি বলেন, দেশের অর্জনকে এগিয়ে নিতে মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে। এক্ষেত্রে নিউজ২৪ তাদের দায়িত্ব পালন করবে। একতরফা সংবাদ প্রচার থেকে তারা দূরে থাকবে।

তোফায়েল আহমেদ বলেন, দেশের অগ্রগতিতে নিউজ২৪ দাপটের সঙ্গে কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে বিশ্বের সামনে তুলে ধরবে চ্যানেলটি, এমন প্রত্যাশা সবার।

তিনি বলেন, বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে সকল সূচকে এগিয়ে। আমরা বীরের জাতি। সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে ওঠতে পারি। তাই দেশের উন্নয়নে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে।

এসময় বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, গণমাধ্যমের দ্বারা যেন কেউ অপমানিত ও অসম্মানিত না হোন সেদিকে খেয়াল রাখতে হবে।

হাসানুল হক ইনু বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এতো চ্যানেল দিয়ে কী হবে, উত্তরে বলি, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ১৬ কোটি ভাবনা, কল্পনা। পৃথিবীর ৬০০ কোটি মানুষের চিন্তা-চেতনাও রয়েছে। এগুলো তুলে ধরতে কাজ করে যাচ্ছে টেলিভিশনগুলো। অনেকেই বলেছিলেন, খুব বেশিদিন টিকে থাকবে না লাইসেন্স পাওয়া টিভিগুলো। কিন্তু দেখুন, তারা ঠিকই টিকে আছে।

নিউজ২৪ও দাপটের সঙ্গে ভালোভাবে টিকে থাকবে মন্তব্য করে তিনি বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে মিডিয়াগুলোকে কাজ করতে হবে। সাইবার অপরাধ, জঙ্গিবাদ-উগ্রবাদ দমনে ভূমিকা রাখতে হবে দেশের সংবাদমাধ্যমগুলোকে।

নঈম নিজাম বলেন, সর্বোচ্চ আধুনিক মানের প্রযুক্তির সমাহার ঘটানো হয়েছে নিউজ২৪ এ। আন্তর্জাতিকমানে স্টুডিও রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচারে যেতে সক্ষম। পরিধি বাড়াতে যোগ হচ্ছে হেলিকপ্টার। সুতরাং উন্নত সেবার ব্রত নিয়েই আমাদের যাত্রা শুরু হলো। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সামনের পথ পাড়ি দিবো।

চ্যানেলটির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, সংসদ সদস্য শামীম ওসমান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও ব্যবসায় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নিউজ২৪ এর জন্য শুভ কামনা জানান








































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
২৮ জুলাই, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

No comments:

Post a Comment