পরিবর্তিত হতে চলছে ভারতের পশ্চিমবঙ্গের নাম। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভায় পাস হয়ে গেল এই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব। ঠিক হয়েছে, রাজ্যের নাম বাংলা ভাষায় হতে চলেছে ‘বাংলা’ বা ‘বঙ্গ’। ইংরেজিতে নাম হবে ‘বেঙ্গল’। খবর এনডিটিভির। খবরে উল্লেখ, মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকেও আলোচনা করা হবে। তারপর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে ওই প্রস্তাব পাস হলে পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাব সংসদে পাঠানো হবে বলেও এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী। খবর পর্যালোচনাঃ ‘বাংলা’ বা ‘বঙ্গ’ বা ‘বেঙ্গল’ নামকরণ করা হলে সেটা বাংলাদেশ মেনে নিতে পারেনা কেননা ঐ নামগুলো ইতোমধ্যেই ইতিহাসে শুধুমাত্র পূর্ব বঙ্গ তথা বাংলাদেশের জন্যই নির্ধারিত হয়ে গেছে। ‘বাংলা’ নিয়ে বলতে গেলে নামটাই তো বাংলাদেশ, নামের কারণে ‘বাংলা’ শুধুই বাংলাদেশের জন্যই খাস। ‘বঙ্গ’ নিয়ে বলতে গেলে বলা যায় বঙ্গবন্ধুর কারণে ‘বঙ্গ’-ও বাংলাদেশের জন্য খাস হয়ে গেছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে ‘বেঙ্গল’ নামটিও পশ্চিম বঙ্গ নিতে পারেনা। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
0২ আগস্ট, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment