দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়ে গেল সেমিস্টার ভিত্তিক আয়োজন ‘সিআইইউ ওপেন ডে’। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ূব ইসলাম, লিবারেল আর্টস অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত। গরীব শিক্ষার্থীদের জন্য এখানে বৃত্তির ব্যবস্থা রয়েছে। চট্টগ্রামে বসে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান। এটিকে দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সিআইইউ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, শিক্ষার অগ্রগতিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গরীব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রাখায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গোটা পৃথিবীতে জঙ্গিবাদ সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটি কিছু মানুষের বানানো। পৃথিবীর সাড়ে সাতশ কোটি মানুষের মধ্যে হয়তো কিছু মানুষ হয়তো এর সাথে জড়িত। এ সমস্যার মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ বলেন, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সমাজের বরেণ্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতিদের সমম্বয়ে পরিচালিত। দক্ষিণ এশিয়ার একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে এটি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
০৩ আগস্ট, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment