Friday, August 5, 2016

আমারদেশ অনলাইনসহ ৩৫ পোর্টাল বন্ধের নির্দেশ










আপত্তিকর কনটেন্ট উপস্থাপনের কারণে অনলাইন সংবাদ মাধ্যমসহ অন্তত ৩৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ আগস্ট) এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। এর মধ্যে আমারদেশ অনলাইন সংবাদ মাধ্যম এবং শীর্ষনিউজ.কমবিডি অনলাইন সহ বেশির ভাগই অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে। একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রাতে বলেন, আমরা ৩৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা পেয়েছি। এর বেশির ভাগই বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম। এ ব্যাপারে জানতে চাইলে আজ বৃহস্পতিবার রাতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বলা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বিটিআরসি ৩০টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, বন্ধ হওয়া ওয়েবসাইটের মধ্যে রয়েছে ‘শীর্ষনিউজবিডি ডটকম’ এবং ‘আমারদেশঅনলাইন ডটকম’ বন্ধ করা হয়েছে। দুপুরের পর থেকে শীর্ষনিউজ.কম লগ ইন করা যাচ্ছে না দাবি করেছেন সংবাদ মাধ্যমটির সম্পাদক ইকরামুল হক। রাতে সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, তারা খোঁজ নিয়ে জেনেছেন এই ওয়েবসাইটটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ব্লক করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে তাদের কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান ইকরামুল হক। রাতে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য অধিদফতর থেকে সংবাদ মাধ্যমগুলো বন্ধ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) নাসির উদ্দিন বলেন, বিষয়টি তাদের জানা নেই। প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরীও বিষয়টি জানেন না, বলেন। বিটিআরসি সচিব সরওয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের নির্দেশে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট এবং ইউআরএল ব্লক করে দেওয়া হয় এর বেশি কিছু জানেন না বলে জানান। জানা গেছে, আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়েছে।


 







































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
০৫ আগস্ট, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

 

No comments:

Post a Comment