রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ অ্যানালিস্ট (ক্যাপিটাল মার্কেট) পদে জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
যোগ্যতা
পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি আবেদনকারীদের স্টক ব্রোকেজ অথবা মার্চেন্ট ব্যাংকে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্বচ্ছ জ্ঞান থাকতে হবে।
কর্মস্থল ও বেতন
নিয়োগপ্রাপ্তদের রাজধানী ঢাকায় নিয়োগ দেওয়া হবে। কোম্পানির বেতনক্রম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত ও ছবি পাঠাতে পারবেন info@eblsecurities.com ঠিকানায়। এ ছাড়া ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে ‘ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ৫৯ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ১ম ফ্লোর, ঢাকা-১০০০’ ঠিকানায়। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন (bit.ly/2ciY3Pe) ওয়েবসাইট ঠিকানা থেকে।
বিস্তারিত জানতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Sunday, August 28, 2016
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment