ঘঠনাটা বছর খানেক আগের, ইস্তানবুল শহর ভিজিট করছিলাম, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তার জন্য কিছু গিফট কিনতে গেলাম শপিং মলে, গিফট কেনা শেষ করে বের হয়ে যাব তখনই আমার সাথে থাকা আমার আরেকজন বন্ধু মরিয়ম বেলিকছি বলে উঠল, আসল জিনিসইত কেনা হয়নি, আমি গিফট এর ব্যাগগুলোর দিকে দেখে বললাম, আমারত মনে হয় আমরা যথেষ্ট পরিমান গিফট কিনেছি । তখন ও হেসে বলল গ্রিটিং কার্ডত কেনা হয়নি। আমি বলে উঠলাম, এত গিফট কিনলাম, আবার গ্রিটিং কার্ড কেন?? সে আমাকে বলল গ্রিটিং কার্ড ছাড়া তোমার এই গিফট কোনকিছু মিন করেনা, গ্রিটিং কার্ড ছাড়া এগুলো কিছু কাপড় চোপড় ছাড়া কিছুই না, কিন্তু আমরা সাথে যখন একটা কার্ড দিব তখন এই গিফটগুলো আর সাধারণ কিছু কাপড়চোপড় হবে না, হয়ে যাবে অসাধারণ কিছু গিফট।। গাড়িতে উঠার পর সে আমাকে কার্ড নিয়ে বলতে থাকল, কোন গিফট দাও কিংবা না দাও কার্ড তোমার দেওয়া উচিৎ, কারন কার্ড তোমার মনের কথাটা সাইলেন্টলি তোমার বন্ধুকে জানিয়ে দিবে, কিন্তু তারচেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে, কার্ডের যে সাইকোলজিক্যাল এবং ইমোশনাল ইফেক্ট আছে যেটা তুমি অন্য কিছুতে কোনভাবে পাবানা। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম ব্যপারটা কিরকম? সে তখন আমাকে বলতে শুরু করল, তুমি যখন কাউকে কার্ড দিবা প্রথমে সে কার্ডটা ধরবে, কার্ডের মধ্যে সে তোমাকে ফিল করবে, এরপর সে কার্ড খুলবে, তোমার লেখা একটা লাইন সে দেখবে, সে তোমার সিগনেচার দেখবে, তোমার লেখা একটা লাইন কিংবা তোমার সিগনেচার ওর ব্রেনে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলবে যেটা তুমি আর কোনকিছু দিয়ে দিতে পারবানা, সেই ইফেক্ট অন্য যেকোন গিফট এর থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তখন থেকে আমার মনের মধ্যে কার্ড এর ব্যাপারটা গেঁথে গেল, আমি প্রত্যেকটা গিফট এর সাথে আমি একটা কার্ড সাথে দিই যেন আমি আমার সাধারণ গিফটগুলোকে অসাধারণ গিফট বানিয়ে দিতে পারি। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে কার্ডের প্রচলন একেবারেই উঠে গেছে যার ফলে ট্র্যাডিশনাল কার্ড কোম্পানি গুলো কার্ডের থেকে বেশি ছোটখাট গিফট আইটেমকেই বেশি গুরুত্ব দিচ্ছেন যার ফলে এখন আমরা কার্ড দিতে চাইলেও বাজারে কোন ভাল কার্ড পাইনা, সেই থেকে আমার চিন্তা ছিল কিভাবে আমরা কার্ডের এই সমস্যা সমাধান করব, একর্ডিংলি আমরা সিক্স ইভেন্টস এর টিম নিয়ে গত কিছুদিন ধরে কাজ করে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি এবং চেষ্টা করেছি ছোট করে হলেও যেকোন ভাবে ফ্র্যন্ডশিপ ডের আগে কার্ড লঞ্চ করে ফেলব। আজকে ২ই আগস্ট আমাদের গ্রিটিং কার্ডের লঞ্চিং বারকোড ক্যাফেতে সনয়: বিকেল ৫ টা। লোকেশন: বারকোড ক্যাফে (নাসিরাবাদ শাখা) আশাকরি আগামী ৭ই আগস্ট বন্ধু দিবসের আগে যে কোনদিন এসে আপনার প্রিয় বন্ধুর জন্য আপনার পছন্দের কার্ড আমাদের কালেকশন থেকে বেছে নিতে পারবেন। আজকের গ্রিটিং কার্ড লঞ্চিং এ আপনারা সবাই আমন্ত্রিত। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
0২ আগস্ট, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment