Friday, August 12, 2016

প্রতিবারের মত এবারও টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের একক ঐতিহ্য ‘মেজবান’ ।| সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী











প্রতিবারের মত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হবে। ১৫ আগস্ট সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ত্রিশ হাজার লোককে আপ্যায়ন করা হবে বলে শুক্রবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার মেজবান আয়োজনের জন্য বয়-বেয়ারাসহ ১১০ জনের একটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগর সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় এ আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্য স্থানীয় বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দশ হাজার লোকের মেজবানের আয়োজন থাকবে। এই উদ্যোগের ব্যবস্থাপনায় বুধবার ১০ আগস্ট এবিএম মহিউদ্দিন চৌধুরী একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণির নেতৃত্বে মোহাম্মদ হোসেন বাবুর্চিসহ দশজনের অগ্রবর্তী দল টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। সেখানে তাদেরকে স্থানীয় জেলা প্রশাসন, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা প্রদান করছেন।

file-71-685x320
এছাড়াও ১৪ আগস্ট নগরীর জমিয়তুল ফালাহ ময়দান হতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বাদ জোহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বাস, মাইক্রো, জীপ ও কার নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। তারা সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মুনাজাতে অংশ নেবেন।

 







































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
১২ আগস্ট, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

 

No comments:

Post a Comment