Monday, August 1, 2016

“শ্রেষ্ঠ জেলা প্রশাসক” জনাব মেজবাহ উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন বাংলাদেশ উপজেলা সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন









চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক, জনাব মেজবাহ উদ্দিন- বাংলাদেশের "শ্রেষ্ঠ জেলা প্রশাসক" হিসেবে নির্বাচিত হওয়ায়, চট্টগ্রাম উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েসন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নেতৃবৃন্দ।


13912477_1814406802111446_300594014136006222_nএই মহতী ও চট্টগ্রামের জন্য গৌরবজনক বরণ পর্বে  উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা সমন্বয় পরিষদ, চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন। প্রসঙ্গতঃ  অনেকে আলাপচারিতা, লুক ও ব্যক্তিত্ব ক্যারিশমার দিক থেকে উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিনের সাথে জেলা প্রশাসক  জনাব মেজবাহ উদ্দিনের মিল খুঁজে পান, এজন্য প্রায়শঃ অনেকেই তাঁকে জনাব মেজবাহ উদ্দিনের ছোট ভাই মনে করে ভুল করে থাকেন। কথা বলে জানা গেল চট্টগ্রামের জন্য গৌরবজনক এই বরণ পর্বে এই দু'জন লুক অ্যালাইক ব্যক্তিগতভাবে নিজেদের খুব সম্মানিত ও প্রীত বোধ করেন।


13912887_1814406705444789_8547413910231117231_n

উল্লেখ্যঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ‘উন্নয়নে উদ্ভাবন-২০১৬ শীর্ষক ইনোভশেন সামিটে শ্রেষ্ঠ ডিজিটাল সেবা’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হয়েছেন। এর আগে চলতি বছর মেজবাহ উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছিলেন। জেলা প্রশাসক হিসেবে জনস্বার্থ সংরক্ষণ, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সেবা গ্রহণে জনভোগান্তি ও হয়রানি বন্ধ করা, সরকারি কর্মকাণ্ড জনসম্পৃক্ততা বৃদ্ধি, ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয় ডিজিটাইলেজেশন, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, সেবার মান উন্নতকরণ, খাদ্যে ভেজাল রোধ, নকল ওষুধ জব্দ, যাত্রী হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার সহনশীল রাখা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবাকে সহজিকরণে নিরলস প্রতিচেষ্টার প্রতিফলন হিসেবে সার্বিক বিবেচনায় জাতীয় র্পযায়ে তাঁকে এবার শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়।


মেজবাহ উদ্দিন ২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।









































Be SPONSORED Now                                                           ।|                                                     Be SPONSORED By
994845_222113644606426_1372751799_n (1)
icon_03330f6935bcffa1c31e43d9b18d34c5
০১ আগস্ট, ২০১৬
নামাজের সময়সূচি   
ফজরভোর ৩:৪৪ মিনিট
জোহরবেলা ১১:৫৯ মিনিট
আসরবিকেল ৪:৩৬ মিনিট
মাগরিবসন্ধ্যা ৬:৪৭ মিনিট
ইশারাত ৮:১০ মিনিট
আগামীকালের সূর্যোদয়
ভোর ৫:১১ মিনিট
আজ সূর্যাস্ত
সন্ধ্যা ৬:৪৭ মিনিট

 

No comments:

Post a Comment