Saturday, July 23, 2016

নড়াইলে তিন পুরোহিতকে হত্যার হুমকি

নড়াইলে তিন পুরোহিতকে উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।


সদর উপজেলার নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, আগদিয়ারচর মহাশ্মাশান সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়ার সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রমের পুরোহিত বিমল কৃষ্ণ দাসকে বৃহস্পতিবার রাতে এই হুমকি দেওয়া হয়।এ ঘটনার পর ওই তিন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।


পুরোহিত সুজিতকে হাতে লেখা চিঠিতে বলা হয়েছে ‘তোমার চরিত্র ভাল, আমরা তোমার কোন ক্ষতি করতে চাই না। আমাদের কথা না মানিলে গলাকেটে কুকুরের গলায় ঝুলাবো। তাই বলি- ভাল হয়ে যাও এবং বৃদ্ধাশ্রমটি কোনোভাবে যাতে চালু না হয়। তাহলে তুই বাঁচতে পারবি না। আমাদের খরচটা দিয়ে দিবি। আমাদের মোবাইল নম্বর ০১৭৯৮৬১৯৪২১।’


আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকেও দেওয়া চিঠিতেও ওই মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এতে ২০ হাজার টাকা দাবি করা হয়। পুরোহিত উত্তম গোসাইকে এক সপ্তাহের মধ্যে স্থান ত্যাগ করতে বলা হয়েছে।


এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, কারা এ চিঠি দিয়েছে তার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই তিন মন্দিরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।




 

No comments:

Post a Comment