Sunday, July 17, 2016

আড়াই ঘণ্টার বৃষ্টিতে নগরীতে কোমরসম পানি

আড়াই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর বিস্তীর্ণ এলাকা। নগরীর প্রধান সড়ক এশিয়ান হাইওয়ের উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। টানা বর্ষণে নগরীর চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ ও হালিশহর এলাকার সড়কসমূহ কয়েক ফুট পানিতে তলিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় ভারী বর্ষণ। চলে রাত ৯টা পর্যন্ত। একটানা বৃষ্টিতে নগরীর খাল নালা একাকার হয়ে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। বিশেষ করে আগ্রাবাদ এক্সেস রোড ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশ কোমর সমান পানিতে তলিয়ে যায়।
আমবাগান আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭৮ দশমিক ৪ মিলিমিটার অর্থাৎ তিন ইঞ্চির অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে গতকাল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮৭ দশমিক ৫ মিলিমিটার অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি।
এই আড়াই ঘণ্টার প্রবল বর্ষণে নগরীর নি¤œাঞ্চলসমূহ পানিতে তলিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃষ্টি শুরু হওয়ায় অফিস আদালত থেকে অনেক লোক ঘরে ফিরতে গিয়ে দুর্ভোগে পড়েন। এশিয়ান হাইওয়ের ষোলশহর ২নং গেইট মোড় ও মুরাদপুর এলাকায় সড়কের কয়েক ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এসময় জনগণকে ভ্যানে করে যাতায়াত করতে দেখা যায়। একই অবস্থা ছিল মুরাদপুর ও বহদ্দ্ারহাট এলাকারও। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট লেগে যায়। রাত সাড়ে ১০ টার দিকে পানি কিছুটা কমলে পুনরায় যান চলাচল শুরু হয়।
আগ্রাবাদ হাজি পাড়ার বাসিন্দা মো. জাফর জানান, এক ঘণ্টার ভারী বৃষ্টিতে আগ্রাবাদ এক্সেস রোডে কোমর সমান পানি প্রবাহিত হতে থাকে। গতকাল সন্ধ্যার পর বৃষ্টিতে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলাকার অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। হালিশহরের বাসিন্দা জিয়া জানান, এমনিতে সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। গতরাতে পানির কারণে সড়কে যাতায়াত সম্ভব হয়নি।

No comments:

Post a Comment