Wednesday, July 6, 2016

নানান অজুহাতে বাংলাদেশে সবচেয়ে বিপদে থাকা রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে মুরতাদ ঘোষণা করলো আইএসঃ তাদের কতল বা হত্যার ফতোয়াও দিলো !!

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস নানান অজুহাতে বাংলাদেশে সবচেয়ে বিপদে থাকা রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে মুরতাদ ঘোষণা করলো এবং সেই সাথে তাদের কতল বা হত্যার ফতোয়াও দিলো ।

তাঁদের অনলাইন মুখপাত্র ‘দাবিক’ র এবারের সংখ্যায় যেসব বৈশিষ্ট্যকে পয়েন্ট আকারে ব্যাখ্যা করে, জামায়াত ও মুসলিম ব্রাদারহুডের মত দলগুলোকে মুরতাদ ও তাদের নেতা কর্মীদের প্রতি মৃত্যুদন্ডের শাস্তি ধার্য করা হয়েছে, সেগুলো হল-

১. শিয়া সম্প্রদায়কে বৃহত্তর মুসলিম জামায়াতের অংশ বলে গণ্য করা।
২. আহলে কিতাবদের সাথে আন্তঃধর্মীয় সম্পর্কের স্বীকৃতি।
৩. সংসদীয় ব্যবস্থা গ্রহণ করা।
৪. গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা।
৫. দেশের সংবিধানকে গ্রহণ করা।
৬. বহুদলীয় রাজনীতির স্বীকৃতি প্রদান।
৭. সকল মানুষের সাধারন মানবাধিকার কে স্বীকৃতি প্রদান।
৮. তথাকথিত হত্যাযজ্ঞকে অস্বীকার ও শান্তিবাদী অবস্থা।
৯. প্রতিষ্ঠিত সরকারের সাথে সৎভাব রক্ষা।
১০. রাজনৈতিক ভাবনা ও দৃষ্টিভঙ্গি গত ভিন্নমতাবলম্বীদের কাফের স্বাব্যস্ত না করা (ইরজা)।
১১. স্বশস্ত্র হত্যাযজ্ঞকে ইসলাম সম্মত মনে না করা।
১২. সবশেষে, এই দল গুলোকে ধর্মনিরোপেক্ষ দল হিসেবে আখ্যা দিয়েছে আইএস।

No comments:

Post a Comment