Wednesday, July 13, 2016

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে চার হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।


বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-ডেল্টা ব্রাক হাউজিং, একমি, সামিট পূর্বাঞ্চল, তিতাস গ্যাস, কাশেম ড্রাইসেল, আমান ফুড, ব্রাক ব্যাংক, মবিল যমুনা, লার্ফাজ সুরমা ও স্কয়ার ফার্মা।

এদিকে সিএসইতে সাধারণ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৪৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম।


No comments:

Post a Comment