Monday, July 4, 2016

ত্রাণবাহী তুর্কি জাহাজ 'লেডি লেইলা' ইসরায়েল পৌঁছেছে ।| দীর্ঘ ছয় বছরের বৈরিতার অবসান

সম্প্রতি ইসরায়েল ও ‍তুরস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ বোঝাই একটি তুর্কি জাহাজ ইসরায়েল পৌঁছেছে। লেডি লেইলা নামের মালবাহি জাহাজটি রোববার আশদোদ বন্দরে পৌঁছেছে বলে আল জাজিরা জানিয়েছে।


তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে, ময়দা, চাল, চিনি ও খেলনাসহ মোট ১১ হাজার টন সামগ্রি নিয়ে জাহাজটি গত শুক্রবার ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। রোববার এটি ইসরায়েলের আশদোদ বন্দরে নোঙ্গর করে। এখান থেকে ইসরায়েলি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাল খালাস করা হবে। দিন কয়েকের মধ্যে ত্রাণগুলো গাজায় পাঠানো হবে।


দীর্ঘ ছয় বছরের বৈরীতার পর গত সপ্তাহে (২৬ জুন) দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে তুরস্ক এবং ইসরায়েলি নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী গাজায় তুরস্ককে সাহায্য প্রেরণের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে আঙ্করা সরকার গাজা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেয়ার যে দাবি করেছিল তাতে রাজি হয়নি তেলআবিব।


প্রসঙ্গত, ২০১০ সালের ৩১ মে গাজা যাওয়ার পথে তুরস্কের ত্রানবাহী জাহাজ মাভি মারমারায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় সে দেশের ১০ নাগরিক নিহত হন। এ ঘটনার জের ধরে পর দু’দেশের সম্পর্কে চিড় ধরেছিল। দীর্ঘ ৬ বছর ধরে দু দেশের মধ্যে বন্ধ ছিল সব ধরনের কূটনৈতিক যোগাযোগ।

No comments:

Post a Comment