অদম্য এক কিশোরীর জীবন যুদ্ধের গল্প ! থমকে যাওয়া সংসারের চাকা ঘোরাতে কোমল হাতে ইজি বাইকের হাতল ধরেছে কলেজ ছাত্রী শারমিন! পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার অসুস্থতায় থমকে গিয়েছিল সংসারের চাকা। সেই চাকা সচল রাখতে হাল ধরেছে শারমিন সুলতানা। কোমল হাতে আকড়ে ধরেছে ইজিবাইকের হাতল। পুরুষদের পাশাপাশি যাত্রী পরিবহন করে সংসার চালিয়ে যাচ্ছে এই অদম্য কিশোরী। আর এই সংগ্রামের ভেতরও শারমিন স্বপ্ন দেখে উচ্চশিক্ষার, জীবনে প্রতিষ্ঠিত হবার। পরিবারের উপার্জনক্ষম পিতা অসুস্থ, তাই বাধ্য হয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ৪৫ কি.মি মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চালাচ্ছে সদ্য এসএসসি পাশকরা শারমিন সুলতানা। সংসারের চাকা সচল রাখতে তার এই সংগ্রাম দৃষ্টি কেড়েছে অনেকের। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৬০কি.মি দূরে প্রত্যন্ত ভোলাহাট উপজেলার ফুটানীবাজার গ্রামে মামা তফাজ্জল হোসেনের বাড়িতে থেকে শারমিন ২০১৬ সালে মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। শারমিনের বৃদ্ধ বাবা ইজাবুলও ইজিবাইক চালান। তাদের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর নতুন গাজীপাড়া গ্রামে। তার মা সুমাইয়া বেগম গৃহিণী। শারমিনেরা তিনবোনের মধ্যে বড় দু’জন বিবাহিতা পিংকী ও নাসরিন আছে স্বামীর সংসারে। শারমিন জানায়, প্রতিদিন গড়ে আয় হয় আড়াইশ থেকে তিনশ টাকা। এই টাকা দিয়েই চলে তাদের সংসার। বাবার অসুস্থতার কারণে অচল হয়ে পড়া সংসারের হাল ধরতে সে ইজিবাইক নিয়ে রাস্তায় নেমেছে। পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা শারমিনের। পিতা ইজাবুল জানান, টিন ছাপড়ার এক টুকরো ভিটে আর ধারের টাকায় কেনা এই বাইকটি ছাড়া সম্পদ বলতে আর কিছুই নেই তাদের। দিন আনলে দিন চলে। কিন্তু তিনি কখনও অসুস্থ হয়ে পড়লেই সংসারের ছন্দপতন। হাঁড়ি ওঠে না চুলোয়। আগে থেকেই ছোট মেয়ে শারমিন লেখাপড়া করতো মামার বাড়িতে থেকে। তার অসুস্থতায় পরিবারের অবস্থা দেখে সে এখন বাইক নিয়ে সড়কে। তার উপার্জনেই চলছে পরিবার। শারমিন পড়ালেখায় খুব ভালো না হলেও বিদ্যার্জনের প্রতি প্রচণ্ড আগ্রহ রয়েছে তার। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে এমন স্বপ্ন দেখে মেয়েটি। কিন্তু অতদূর কীভাবে হবে- এখন সেই চিন্তায় দিন কাটছে বাবা ইজাবুলের। তবে অদম্য প্রকৃতির শারমিন জানায়, পরিবার থেকে তার ভবিষ্যৎ লেখাপড়া না চললে সে নিজেই উপার্জন করে নিজের পায়ে দাড়াবে। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment