Tuesday, July 12, 2016

দুইটি রোবট নিযুক্ত করবে ডিএইচএল

ওয়্যারহাউজে কো-প্যাকিং ও অ্যাসেম্বলি, কিটিং, প্যাকেজিং এবং প্রি-রিটেইল সেবার মতো ভ্যালু অ্যাডেড কাজে উপযোগী করার জন্য ব্যাক্সটার ও সয়্যার নামক দু’টি কোলাবোরেটিভ রোবট নিয়ে নিরীক্ষা চালাচ্ছে ডিএইচএল। রিথিঙ্ক রোবোটিকস’র ব্যাক্সটার ও সয়্যার রোবোট একই সঙ্গে স্মার্ট, সমস্যা সমাধানে উপযোগী এবং এ রোবট ডিএইচএল ওয়্যারহাউজে কার্যক্রম পরিচালনায় ও কর্মদক্ষতা বাড়াতে ওয়্যারহাউজ স্টাফদের সহায়তা করবে।
এ নিয়ে ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং এর কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে ওয়্যারহাউজ ব্যবস্থাপনায় আমাদের যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। আমরা কোলাবোরেটিভ রোবট নিয়ে কাজ করছি। এ রোবট আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে তুলবে ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে। উৎপাদনশীলতার মাধ্যমে আমাদের সুবিধাকে আরও বিস্তৃতশীল করে তুলতে ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও আমাদের কর্মীরা একসঙ্গে কাজ করবে।
ডিএইচএল কাস্টমার সল্যুশন’স অ্যান্ড ইনোভেশন এর ইনোভেশন ও ট্রেন্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট মার্কোস কুকেলহাউস বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা কি করতে পারি বা না পারি এ নিয়ে উচ্চ কার্যকারিতা সম্পন্ন সয়্যার রোবট পটভূমি পরিবর্তনে আসার আগ পর্যন্ত লজিস্টিক শিল্পখাত কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রে স্মার্ট ও কোলাবোরেটিভ রোবট নিয়ে আসতে অসমর্থ ছিলো।’
তিনি আরও বলেন, ‘আমাদের ফ্যাক্টরি ফ্লোরে আরো পরিবর্তন ও কার্যকারিতা নিয়ে আসা, সাইকেল টাইমস উন্মুক্ত করা এবং সর্বোপরি আমাদের কাজে সহায়তায় কোলাবোরেটিভ রোবট নিয়ে কাজ করার ব্যাপারে রোমাঞ্চিত।
ব্যাক্সটার ও সয়্যার রোবটের মাধ্যমে ডিএইচএল তাৎক্ষণিকভাবে কাজের পরিবর্তন করতে পারাসহ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে এবং এটা মানুষের মতো কাজ করবে।

No comments:

Post a Comment