Wednesday, July 20, 2016

২৬১ নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ র‌্যাবের

সারা দেশে ২৬১ নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে র‌্যাব। এ তালিকায় নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের শিক্ষার্থীর নাম রয়েছে।


বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটা তালিকা প্রকাশ করে।


র‌্যাব অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‌র‌্যাব কতৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো। এ সকল ব্যক্তিদের খোঁজ জানতে পারলে নিকটস্থ ৠাব ক্যাম্প/ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল ফোন নম্বর: ০১৭৭৭৭২০০৫০। ফেসবুক: https://www.facebook.com/rabonlinemediacell/, ই-মেইল: cybercrime@rab.gov.bd


১ জুলাই গুলশান ৭৯ রোডের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ৫ জঙ্গিসহ ২৮ জনের মৃত্যু হয়। এর আগে ৫ জঙ্গির ছবি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও ৪ জনের একটি ভিডিও প্রকাশ করেছিলো র‌্যাব।

No comments:

Post a Comment