গুগলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। সার্চ ইঞ্জিন গুগলের সন্ত্রাসী তালিকার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম থাকায় মামলার নির্দেশ দেয়া হয়েছে।খবর টাইমস অব ইন্ডিয়ার।
অ্যাডভোকেট সুশীল কুমার মিশ্রর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালতে মঙ্গলবার ওই মামলার শুনানি হয়েছে। এর পরবর্তী শুনানি হবে ৩১ আগস্ট।
গুগলের বিরুদ্ধে আনা ওই অভিযোগে বলা হয়েছে, সার্চ ইঞ্জিন গুগলের সন্ত্রাসীর তালিকায় বিশ্বের শীর্ষ ১০ সন্ত্রাসীর ছবিতে নরেন্দ্র মোদির ছবি রয়েছে। এর আগে গুগলের কাছে মোদির ছবি এবং নাম সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে ফেলার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন গুপ্তা। কিন্তু গুগলের তরফ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে ভারতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Wednesday, July 20, 2016
গুগলের বিরুদ্ধে মামলার নির্দেশ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment