তুরস্ক সাময়িকভাবে দেশটির সব শিক্ষাবিদকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তুরস্কে গত সপ্তাহে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর রাষ্ট্রীয় কর্মচারীদের একটি বিশাল অংশকে বরখাস্তসহ এ ধরণের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত সপ্তাহে ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে এ পর্যন্ত ২১ হাজার শিক্ষক সহ ৫০ হাজারেরও অধিক কর্মকর্তা-কর্মচারীকে অদল-বদল, বরখাস্ত বা স্থগিত করা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত প্রায় ১৫৭৭ জন বিশ্ববিদ্যালয়ের ডিন, ২১ হাজার শিক্ষক এবং ১৫ হাজার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান রাজধানী আঙ্কারায় তার জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে। শুক্রবার অভ্যুত্থানের চেষ্টার পর এই প্রথম তিনি রাজধানীতে ফিরলেন।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Wednesday, July 20, 2016
তুর্কি শিক্ষাবিদদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment