Wednesday, July 20, 2016

তুর্কি শিক্ষাবিদদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

তুরস্ক সাময়িকভাবে দেশটির সব শিক্ষাবিদকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তুরস্কে গত সপ্তাহে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর রাষ্ট্রীয় কর্মচারীদের একটি বিশাল অংশকে বরখাস্তসহ এ ধরণের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত সপ্তাহে ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে এ পর্যন্ত ২১ হাজার শিক্ষক সহ ৫০ হাজারেরও অধিক কর্মকর্তা-কর্মচারীকে অদল-বদল, বরখাস্ত বা স্থগিত করা হয়েছে।  এনিয়ে এ পর্যন্ত প্রায় ১৫৭৭ জন বিশ্ববিদ্যালয়ের ডিন, ২১ হাজার শিক্ষক এবং ১৫ হাজার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান রাজধানী আঙ্কারায় তার জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।  শুক্রবার অভ্যুত্থানের চেষ্টার পর এই প্রথম তিনি রাজধানীতে ফিরলেন।

No comments:

Post a Comment