সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আসছে ডিসেম্বরে প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুর। খবরটা সাইফ কারিনা ভক্তদের জন্য দারুন চমকের। চারবছর সংসারের পর গর্ভধারণ করেছেন কারিনা। ডাক্তারি হিসেব মতে এখনো ছয়মাস বাকি সন্তানের মুখ দেখতে।
এর মধ্যে ভক্তদের জন্য এলো নতুন খবর। ছেলে না মেয়ে? এমন প্রশ্নের উত্তরই এলো। পুত্র সন্তান আসছে সাইফ-কারিনার কোলে। সম্প্রতি এক গোপন সূত্র এ খবর গণমাধ্যমে ছড়িয়েছে। সম্প্রতি লণ্ডনে চেক-আপের জন্য যান কারিনা। সেখানেই ফাঁস হয় খবরটা।
সেখানকার ডাক্তারই এ খবর ফাঁসের জন্য দায়ি। ভারতে সন্তান প্রসবের আগে পুত্র না কন্যা এমন পরীক্ষা করা অবৈধ। কিন্তু অন্যান্য অনেক দেশেই তা নয়। সন্তানের মুখ কল্পনা করতেই হয়তো তথ্যটা জানা দরকার ছিলো কারিনার। তাই তিনি গিয়েছিলেন লণ্ডনে।
No comments:
Post a Comment