Wednesday, July 6, 2016

গ্রাম থেকে গ্রামান্তরে অহর্নিশ ছুটে চলেন সাতকানিয়ার জনপ্রিয় চেয়ারম্যান ও সর্বস্থরের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব জসিম উদ্দিন

সাতকানিয়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ও সর্বস্থরের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব জসিম উদ্দিন । ছুটে চলেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তর। ঝড়বৃষ্টি-তুফান-বন্যা-খরা-ভুমিকম্প কিংবা বন্য হাতীর আক্রমণ যখনি প্রাকৃতিক বিপর্যয় তখনি দুর্বার বেগে নিজ উপজেলায় ছুটে চলেন এই অসম্ভব পরিশ্রমী ও পরোপকারী মানুষটি। এছাড়া সারা সপ্তাহ-সারামাস-সারাবছরই যেন তিনি সাতকানিয়ার তৃণমূল জনগনের ছায়াসঙ্গী হয়ে আছেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জনাব জসিম উদ্দিনকে  তারা প্রায় প্রতিদিনই নিজ নিজ এলাকায় দেখতে পান যেখানে অন্য জনপ্রতিনিধিদের তারা বছরে দু’একবার কদাচিতই দেখেন। জনাব জসিম উদ্দিন সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করলেও বছরের মধ্যে এমন কোন সপ্তাহ থাকেনা যেটিতে সাতকানিয়ার জনগণ তাঁকে এলাকায় দেখতে পায়নি। বস্তুতপক্ষে প্রায় প্রতিদিনই তিনি চট্টগ্রাম শহর থেকে আসা-যাওয়া করে নিজ উপজেলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের কখনই মনে হয়না তিনি শহরে থাকেন।

এখানে আমরা তাঁর ধারাবাহিক, প্রকৃতপক্ষে প্রাত্যাহিক উন্নয়নমূলক কর্মকান্ডের কিছু ফুটেজ তুলে ধরছি –

উপজেলা পুকুরের পশ্চিম পাড়ের রিটেইনিং ওয়ালের কাজ সমাম্তির দিকে। পরিদর্শন করছেন উপজেলা চেয়ারম্যান – জসিম উদ্দীন।

 

অপ্রধান শস্যের উপর প্রশিক্ষণ ক্লাসে আলোচনা করছেন – উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।

 

 

সাতকানিয়া উপজেলার ৫২ জন, ব্লক কৃষি কর্মকর্তা এবং বিভাগীয় কৃষি কর্মকর্তা সহ সবাই কে নিয়ে সাতকানিয়ার গোটা কৃষি ব্যবস্থাকে কি ভাবে ঢেলে সাজানো যাবে তার উপর ম্যারাথন আলোচনা হয়, আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

 


“উপজেলা চেয়ারম্যান সমিতি” চট্টগ্রাম জেলার ইফতার মাহফিল।

 

 

জনসেবা মানোন্নয়ন বিষয়ক জেলা সেমিনার।






দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ক দিনব্যাপী সেমিনারে – উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা।





 



বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়া, গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক এর গর্ত নিজ হাতে পরিক্ষা করছেন উপজেলা চেয়ারম্যান , ইতি মধ্যেই জরুরী সংস্কারেরর জন্য ব্যবস্থা গ্রহণ করছেন।







 


সাতকানিয়া উপজেলা হাসপাতালে রোগীদের দেখা -শোনা করছেন।






 

সাতকানিয়া “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স” ভবন নির্মাণ কাজ পরিদর্শন করছেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।





 

 

পানীয় জলের অভাব দূর করতে, গোটা সাতকানিয়ায় গভীর নলকূপ স্হাপন প্রকল্পের কাজ চলছে, এটি তারই অংশ, হে আল্লাহ! তোমার সাহায্য কামনা করছি। -জসিম উদ্দীন।

 

 

শিলঘাটা জ্ঞানপাল রত্নপ্রিয় অরণ্য কুঠির এর রাস্তাটির বেশীর ভাগ অংশ, গত অর্থ বছরে ব্রিক সলিং করা হয়, বাকী অংশটুকুন এই অর্থ বছরে হয়ে যাবে, রাস্তাটি পরিদর্শন করছেন, উপজেলা চেয়ারম্যান সাথে রাহুল রত্ন ভিক্ষু ও জন সাধারণ।

 

 

মাদ্রাসা পরিদর্শন

 

 

আমার ছোট্ট ছেলে মেয়ে সোনামণিদের জন্য অতি সত্বর পড়তে সুবিধে হয় এমন ফার্নিচার এর ব্যবস্থা করা হবে ইনশাহ আল্লাহ। (এটি অরণ্য ঘেরা গ্রাম পূর্ব মাহালিয়ায়, এখানে স্হানীয়দের ভাষায় সাধারণত বড় জনপ্রতিনিধিদের আগমন সহজেই গঠে না, তাই আমি বলি “উনারা কি হাতির চেয়েও বড়? “) –  উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।

 


 

মাহালিয়ায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বাড়ী-ঘর পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান।


 

 ইনশাহ আল্লাহ অতি সত্বর ঈদগাহ ময়দানের কাজ আরম্ভ হবে।





 


 

বুধা গাজী মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করছেন, উপজেলা চেয়ারম্যান।


 

 

 

দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসার পাঠদান পরিদর্শন করছেন- উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।

 

গত  ঈদের দিন সকাল ১০ টায় প:ঢেমসা ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করছেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।

 

 

বন্যা মোকাবেলা 

 

পরিশেষে এমন মানুষেরও নিন্দুক থাকবে সেটাই যেন স্বাভাবিক, কারণ আমাদের সমাজে সবসময় একটা নিন্দুক ও পরশ্রীকাতর শ্রেণী তো থাকেই। তাদেরই অপপ্রয়াসে, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জনপ্রিয় এই উপজেলা চেয়ারম্যান ও সর্বস্থরের আস্থাভাজন ব্যক্তিত্বকে  বার বার কারাবরণ করতে হয়।  উল্লেখ্য ২০১৪ সালে উপজেলা নির্বাচনে সাতকানিয়া থেকে যথারীতি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাবন্ধী থাকাকালীনই  বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জনাব জসিম উদ্দিন, এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও তিনি বিপুল ভোটে প্রথম উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরই তিনি সাতকানিয়ার উন্নয়নে অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছেন ঠিক এভাবেই। কিন্তু নিন্দুক, পরশ্রীকাতর সেই মহলটি তাঁর উত্তরোত্তর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বার বার মিথ্যা ও  হয়রানিমূলক মামলা দিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তও রয়েছে।

No comments:

Post a Comment