Wednesday, July 13, 2016

বৃহস্পতিবার মঙ্গোলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১তম এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার মঙ্গোলিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১১তম এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গোলিয়ার উলানবাটরের উদ্দেশে যাত্রা করবেন।

আগামী ১৫ ও ১৬ জুলাই উলানবাটরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার সকালে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৃহত্তর যোগাযোগে আসেম অংশীদারিত্বের বিকাশ’ শীর্ষক ভাষণ দেবেন।


সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা মূল আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

সফরকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, জার্মানির চ্যাঞ্জেলর, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, মিয়ানমারের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এবং ভারতের উপ-রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।


এছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার সকালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সম্মেলন উদ্বোধন করবেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment