Thursday, July 21, 2016

গুলশানে গণপরিবহন নিষেধ : নামছে ২০০ রিকশা, ৩০ এসি বাস

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গুলশানে কোনো গণপরিবহন প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার ডিএমপি হেড কোয়ার্টার্সে নিজ কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, গুলশানের ডিপ্লোমেটিক জোনে বিদেশিদের নিরাপত্তায় ৩০টি এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে। এই এলাকায় হেঁটে প্রবেশের সব রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। শিগগিরই এসব চলাচল করবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গুলশানের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রিকশাগুলো বিশেষ রঙের হবে, যেগুলো গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চলাচল করবে। তবে প্রাইভেটকারসহ নিজস্ব যানবাহন চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর কূটনীতিক ও কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গুলশানে কোনো গণপরিবহন ঢুকতে দেয়া হবে না। তাই গুলশানের ভেতরে বিশেষ এই ব্যবস্থা।

No comments:

Post a Comment