হটাৎ করে তুরস্কের রাস্তায় দেখা যায় ভারী ট্যাংক, সেনাবাহিনীর সাঁজোয়া যান, আকাশে হেলিকপ্টার-যুদ্ধবিমানের আনাগোনা। জনগণ বিভ্রান্ত হয়ে পড়েন আসলে কি হচ্ছে! কিছুক্ষণ পরেই জানা যায়, সেনাবাহিনীর একদল সদস্য অভ্যুত্থান ঘটাতে চেষ্টা করছেন।
শুক্রবার রাতে বিদ্রোহী সৈন্যরা ফেসবুকসহ নানা অ্যাপ বন্ধ করে রাজধানী ও ইস্তানবুলের বাসিন্দাদের ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধই করে দিয়েছিল।
এমন পরিস্থিতিতে রাজধানী আঙ্কারা থেকে সাড়ে ৬০০ কিলোমিটার দূরে উপকূলীয় মারমারিস শহরে অবকাশ যাপনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি চেষ্টা করছিলেন জনসাধারণের সঙ্গে যোগাযোগের। কিন্তু পারছিলেন না। শেষপর্যন্ত যোগাযোগের জন্য তার স্মার্টফোনটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন এবং তা কার্যকরও হয়।
নিজের আইফোনে অ্যাপলের ফেইস টাইম অ্যাপ ব্যবহার করে ভাষণ দেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি- জড়ো হন রাজপথে, বিমানবন্দরগুলোতে। হ্যাঁ! তাদের কাছে ট্যাংক-কামান থাকতে পারে, কিন্তু জনগণের চেয়ে বড় কোনো শক্তি নেই। ফেইস টাইমে দেয়া তার ওই বক্তব্য সিএনএন-তুর্ক টেলিভিশনে দেখানো হয়।
তারপর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। তার আহ্বানে জনগণ রাস্তায় নেমে আসেন। যে সব স্থানে সৈন্যরা অবস্থান নিয়েছিল, সরকার সমর্থকরা দলে দলে নেমে সেসব স্থানগুলোতে অবস্থান নেয়। একপর্যায়ে সৈন্যরা আত্মসমর্পণ করেন পুলিশের কাছে।
eFAIR24bd/ Dynamic >>>>>>>>>>>>> eFAIR24bd/ Transparent >>>>>>>>>>>>>>>> eFAIR24bd/ Spice>>>>>>>> @SHOPpers DeSERVE
Saturday, July 16, 2016
স্মার্টফোনেই অভ্যুত্থান ঠেকালেন এরদোয়ান, ফেসবুক বন্ধ ছিল-ব্যবহার করেছেন অ্যাপলের ফেসটাইম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment