Tuesday, July 19, 2016

চট্টগ্রামে পৃথক অভিযানে ১০ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে পৃথক অভিযানে ১০ লাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।


পৃথক এসব অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ও বায়োজিদ থানার পুলিশ।


সংশ্লিষ্টরা জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৫০ কোটি ১৫ লাখ টাকা।

কোস্টগার্ড পূর্বজোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে চট্টগ্রামে যাওয়ার সময় একটি বোটকে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের উপস্থিতি টের পাচারকারীরা চট্টগ্রামের আনোয়ারা থানার গহীরা উপকূলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা বোটটি ডুবিয়ে পারকি সৈকতের নিকটবর্তী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সোমবার রাত সাড়ে ১১টায় বোটটি উদ্ধার করে তল্লাশি চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা পাওয়া যায়। বস্তা খুলে নয় লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারা থানার দোভাষী বাজারের বেড়ি বাধঁ হতে ব্যাগ ভর্তি ৫০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন সেট এবং নগদ ১৩ হাজার ৮৬৭ টাকা উদ্ধার করে কোস্টগার্ডের আরেকটি টিম। এসময় গ্রেফতার করা হয় দয়াল কৃষ্ণ এবং মোহাম্মদ হোসেনকে।  এই দুই অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফজল করিম ওরফে ফজর আলী  নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার মধ্যরাতে রৌফাবাদের বুড়া মিয়ার কলোনির সামনে চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিত থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।'

No comments:

Post a Comment