২০১১-১২ এর দিকে বাংলাদেশ বিমান আবার চিটাগং-ব্যাংকক-চিটাগাং ফ্লাইট চালু করেছিল কিন্তু পরে তাও আবার বন্ধ হয়ে যায়।।
এরপর দীর্ঘদিন চট্টগ্রাম থেকে সরাসরি ব্যাংকক যাওয়ার আর কোন অপশন আমাদের জন্য ছিলনা....কিছুদিন আগে থেকে রিজেন্ট এয়ারওয়েজ চালু করল চিটাগং-ব্যাংকক-চিটাগং ফ্লাইট।
কালকে আমার মা যাচ্ছেন ব্যাংককে চিকিৎসার জন্য, রিজেন্ট এয়ারওয়েজের এই ফ্লাইটটা না থাকলে আমার মায়ের ব্যাংকক যাওয়াটা এত সহজ হতনা...
....আমি নিশ্চিত আমাদের মধ্যে অনেকেরই ব্যাবসায়িক এবং চিকিৎসা বিষয়ে রিজেন্টের এই ফ্লাইট আমূল পরিবর্তন নিয়ে এসেছে।।
কিছুদিন আগে আমি রিজেন্ট এয়ারওয়েজে চট্টগ্রাম থেকে সরাসরি ব্যাংকক গিয়েছিলাম, সত্যি বলতে কি আমি খুব সারপ্রাইজড ছিলাম, টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত সব কিছু ছিল একেবারে স্মুথ। কেবিন ক্রুরাও ছিল অনেক ফ্র্যান্ডলি এবং সাপোর্টিভ.....এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকবার ফ্লাইট ছিল অনটাইম।
আজকে সিংগাপুর-ঢাকা ফ্লাইটে উঠার আগে ওয়েইটিং লাউঞ্জে বসে চাংগি এয়ারপোর্টে রিজেন্টের প্লেনটা দেখে খুব প্রাউড ফিল করছিলাম, খুব ভাল লাগছিল; আহ আমাদের চট্টগ্রামের রিজেন্ট এয়ারওয়েজ...
হয়তোবা একদিন রিজেন্ট আরো অনেক দেশের সাথে ফ্লাইট অপারেট করবে আর আমরাও গর্বে বুক ফুলিয়ে বলতে পারব, 'oh that's our very own airlines from our very own city: REGENT Airways...
Thank you Regent, For making us proud...for making us believe: Nothing is impossible.
মঞ্জুরুল হক – এখন আমিও সাংবাদিক | নাগরিক সাংবাদিকতা


No comments:
Post a Comment