রক্তাক্ত পৃথিবী। রক্ত ঝরছে সারা দুনিয়ায়। প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও হামলা হচ্ছে। মারা যাচ্ছে মানুষ। পৃথিবী নামক সভ্যতা কি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন কোন ফরম্যাটে কি চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। হিংসা-হানাহানির এ অধ্যায়ের শেষ কবে। হিসাব রাখা যাচ্ছে না। পরিসংখ্যানবিদরা ব্যস্ত। ব্যস্ত সংবাদকর্মীরাও। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তান- পৃথিবীর কোথায় হামলা হচ্ছে না? নানা ধরনের হামলা। কোথাও কোথাও মাত্র একজন ব্যক্তি হাজির হচ্ছেন বিভিষীকারূপে। কোথাও কোথাও বিমান থেকে নির্বিচারে ফেলা হচ্ছে বোমা। কয়দিনের মধ্যেই চার দফায় হামলা হয়েছে জার্মানিতে। অভিবাসীদের প্রতি সহনশীলতার জন্য এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment