প্রচলিত ভিআর হেডসেটের কাজ থামিয়ে দিয়েছে গুগল। ভার্চূয়াল রিয়েলিটি ডিভাইসের বাজারে নিজেদের একটু বিশেষভাবে পরিচিত করতে গুগল এখন ব্যতিক্রমী ধরনের (স্ট্যান্ডঅ্যালন) হেডসেটের কাজ নিয়ে ব্যস্ত। এক প্রতিবেদনে রেকর্ড স্ট্যান্ডঅ্যালোনের খবরটি প্রকাশ করেছে ঠিক, তবে নতুন এ প্রোজেক্টের কাজ কতদুর বা কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি। যদিও গুগলের পক্ষ থেকে খবরটি সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। কিন্তু প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুত্র থেকে তথ্য পাওয়ার কথাটি উল্লেখ রয়েছে। যে কারণে খবরটি অনেকেরই মনোযোগ কেড়েছে। এছাড়া গুগলের ভিআর হেডসেট বন্ধের খবরে বলাবলি হচ্ছে অকুলাস রিফ্টের মতো হাই-এন্ড হেডসেটগুলোর সঙ্গে মুখোমুখি লড়তে পারতো এটি। সুত্রটি এছাড়াও জানিয়েছে, গুগলের একটি টিম এখন নতুন হেডসেট উন্নয়নের কাজ করছে।কয়েক মাস ধরে হাই-এন্ড এই হেডসেটের জন্য তারা আলাদা অলাদাভাবে কাজের দায়িত্ব ভাগাভাগি করে দিয়েছে। প্রায় ৫০ জনের একটি দল বিশেষ ধরনের এই ডিভাইসে বিশেষ ওএস সমন্বয়ের কাজও করছে এক্স ল্যাবে। তবে সেটা ভার্চূয়াল রিয়েলিটি নাকি অগমেন্টেড রিয়েলিটির হবে তা অজানা। খবরটির সত্যতা আরো বেশী জোড়ালো করে মে মাসে অনুষ্ঠিত গুগল আইও’তে গুগল টিমের অ্যান্ড্রয়েড ভিআর প্লাটফর্ম (ডেড্রিম) উপস্থাপনের বিষয়টি। যেটা গুগুলের ভার্চূয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নয়। অন্যান্য তথ্য অনুযায়ী, স্ট্যান্ডঅ্যালন ব্যবহারে কোনো ধরনের কম্পিউটার বা ফোনের দরকার হবেনা। এর স্ক্রিন সে কাজটি করবে। এছাড়াও বর্তমানের ভিআর হেডসেটের চেযেও অগমেন্টেড রিয়েলিটি সিস্টেমের এই হেডসেটে আরো অনেকে ফিচার দেয়া থাকবে। ওয়াল স্ট্রিট জার্নালও ফেব্রুয়ারীতে গুগলের এই পরিকল্পনার বিষয়টি সামনে এনেছিল। যখন বল হয়েছিল এটি আউটওয়ার্ড বা বাহিরে ব্যবহৃত ফেসিং ক্যামেরা ব্যবহার করবে এবং এর মোভিডিয়ান চিপ ব্যবহারকারীর মাথার ঘোরোনো ফেরানোর দিকটি শনাক্ত করবে। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
২৭ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment