বান্দরবান: জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছেন বান্দরবানের কর্মকর্তরা।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী গণভবন থেকে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়।
প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সে জঙ্গি বিরোধী নানা উদ্যোগ ও পরামশমূলক বক্তব্য শুনেন। বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
এতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীক কুমার বনিক, সেনা বাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ হায়দার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
বান্দরবানের ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।
তিনি জানান, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গি তৎপরতা দমনে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী সভা, সমাবেশ করে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি জঙ্গি বিরোধী সচেতনতা বৃদ্ধির প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানান। সভায় জেলা প্রশাসক দিলীপ কুমান বণিকও বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment