গৌরী শিন্ডের পরিচালনায় আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ খান। অসম বয়সের এই নতুন অভিনয় শিল্পীর এক সিনেমায় অভিনয়ে সাড়া ফেলেছে পুরো বলিউড জুড়ে। তবে এ নিয়ে এতোদিন মিডিয়ার সামনে মুখ খোলেননি শাহরুখ কিংবা আলিয়া। এমনকি সিনেমার নামও প্রকাশ করেননি তারা। তবে এবার সিনেমাটির নাম প্রকাশ করলেন নায়িকা আলিয়া ভাট। সেই সঙ্গে সিনেমার প্রথম ঝলক দর্শকদের উপহার দিলেন এই সময়ের জনপ্রিয় নায়িকা।
সম্প্রতি আলিয়া টুইটারে শাহরুখের সঙ্গে সিনেমা সংশ্লিস্ট একটি ছবি শেয়ার করেন। ফটো এডিটর ব্যবহার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া এবং শাহরুখ একে অন্যের সঙ্গে কথা বলছেন এবং ছবির টাইটেলে আলিয়া লিখেছেন ‘ডিয়ার জিন্দেগী’।
এতদিন সিনেমাটির শুটিংয়ের সময় ক্ল্যাপবোর্ডে সিনেমার নামের জায়গায় লেখা ছিল ‘প্রজেক্ট ফিফটিওয়ান’। আলিয়ার সিনেমার টাইটেল দেখে বলিউডে গুঞ্জন উঠেছে আগের নামটি চূড়ান্ত নয়। আলিয়া-শাহরুখের সিনেমার নাম তাহলে ‘ডিয়ার জিন্দেগী’।
প্রসঙ্গত, এ সিনেমার মূল নায়ক নন শাহরুখ। এতে শাহরুখকে দেখা যাবে মাত্র ৩০ মিনিটের জন্য। তবে এই ৩০ মিনিটের উপস্থিতির জন্য তাকে শুটিং করতে হয়েছে ৪৯ দিন! এর কারণ সিনেমাতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। অপরদিকে আলিয়া এতে একজন নির্মাতার ভূমিকায় অভিনয় করছেন। আর আলিয়ার গুরুর ভূমিকায় থাকছেন শাহরুখ। এই বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment