Tuesday, July 12, 2016

প্রকৌশলীর চাকরি ছেড়ে কৃষক, অতঃপর কোটিপতি !

সরকারি প্রকৌশলীর চাকরিজীবী ছিলেন হরিশ ধনদেব। সব সুযোগ-সুবিধাই ছিল। কিন্তু মানসিকভাবে সন্তুষ্ট ছিলেন না তিনি। চাইতেন স্বাধীনভাবে কিছু করতে। তাই স্বপ্নকে বাস্তবায়িত করতে একদিন ছেড়ে দিলেন চাকরি। শুরু করলেন কৃষিকাজ। এ থেকে আজ কোটিপতি তিনি। তার খামারে উৎপাদিত অ্যালোভেরার ব্রাজিল, হংকং এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে।
ধনদেব জানান, ১২০ একর জমি ছিল তার। সেখানেই তিনি গড়ে তোলেন অ্যালোভেরার খামার। সেই সঙ্গে অন্য শস্যের চাষও করেন। প্রথমদিকে ধনদেব তার জমিতে ৮০ হাজার অ্যালোভেরার চারা লাগান। এখন সেটি বেড়ে সাত লাখে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, ন্যাচারাল অ্যাগ্রো খামারটি ভারতের রাজস্থানের জয়সালমির থেকে ৪৫ কিলোমিটার দূরে ধাইশার গ্রামে। এ কৃষিজমি থেকে এখন তার বছরে আয় দেড় থেকে দুই কোটি রুপি।

No comments:

Post a Comment