Wednesday, July 20, 2016

ভারতীয় সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন

ভারতীয় সিনেমা আমদানির বিরুদ্ধে আবারও মানববন্ধন করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীরা। বুধবার দুপুরে চলচ্চিত্র আমদানির আদেশ বাতিলের দাবিতে এফডিসির মূল ফটকের সামনে এ মানববন্ধন করে তারা।


ঢালিউড সুপারস্টার ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, অভিনেতা ওমর সানী, অমিত হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


সম্প্রতি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করা তারকা শাকিব খান বলেন, ‘বাংলাদেশের সিনেমা বাজার ভারতের দখলে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সঙ্গে ভারতীয় সিনেমার অসম আদান-প্রদান বন্ধ করতে হবে। আমাদের দেশ থেকে পুরোনো সিনেমা নিয়ে ভারতের নতুন সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে। এটা আর কিছুই নয়, আমাদেন ছবির বাজার দখল করার পাঁয়তারা।’


চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলওয়ার জাহান ঝন্টু বলেন, ‘অসম প্রক্রিয়ায় ভারতীয় সিনেমা আমদানি বন্ধ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন বঙ্গবন্ধুর গড়া এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধ্বংসের হাত থেকে বাঁচান।’
সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা হিন্দি চলচ্চিত্র বন্ধের আন্দোলন করে সফল হয়েছি। এই আন্দোলনেও সফল হব।’


চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমার আন্দোলনে নামলেই আমাদের আশ্বাস দেওয়া হয়। আমরা থেমে গেলেই একটি কুচক্রী মহল ভারতীয় সিনেমা আমদানি করার পাঁয়তারা করে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংসের মুখে যেতে দেব না।’


মানববন্ধনে উপস্থিত ছিলেন―পরিচালক সমিতির সভাপতি দেলওয়ার জাহান ঝন্টু, পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চিত্রনায়ক ওমর সানিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


মানববন্ধনে অংশ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অ্যাকশন গ্রুপ, সিডাবসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও কয়েকটি সংগঠন।

No comments:

Post a Comment