চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে নগর গোয়েন্দা পুলিশের এক অভিযানে ছয়টি মোবাইল এক্সেসরিজের দোকানে মিলেছে বিভিন্ন অপারেটরের প্রায় লাখখানেক অবৈধ সিম। নিবন্ধন করা এসব সিম খুচরা দোকানে সরবরাহের জন্য রাখা হয়েছিল। রোববার (২৪ জুলাই) বিকেল ৪টায় রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার সিডিএ মার্কেটে শুরু হওয়া এ অভিযান চলে ঘণ্টাব্যাপী। অভিযান শুরুর পর মার্কেট থেকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ি পালিয়ে যান। পুলিশ সাতজনকে আটক করতে সক্ষম হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক আহমেদ বলেন, ৫-৬টি দোকানে অভিযান চালিয়েছি। সিম জব্দ করেছি প্রায় লাখখানেক। তবে গণনার পর সঠিক সংখ্যা বলতে পারব। সাতজনকে আটক করা হয়েছে। ‘সিমগুলো নিবন্ধিত এবং সচল। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর নিবন্ধিত সিম খোলাবাজারে বিক্রির সুযোগ নেই। এসব অবৈধ সিম দিয়েই নাশকতা এবং জঙ্গিবাদি কর্মকাণ্ড ঘটানোর সুযোগ আছে।’ বলেন ফারুক আহমেদ। |
Be SPONSORED Now ।| Be SPONSORED By | |
---|---|
![]() | |
![]() ২৪ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি ![]() | |
ফজর | ভোর ৩:৪৪ মিনিট |
জোহর | বেলা ১১:৫৯ মিনিট |
আসর | বিকেল ৪:৩৬ মিনিট |
মাগরিব | সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
ইশা | রাত ৮:১০ মিনিট |
আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট | আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট |
No comments:
Post a Comment