Monday, July 4, 2016

ঈদের দিন বৃষ্টি হতে পারে

ঈদ-উল-ফিতরের দিনে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানান, মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় থাকায় দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে সুতরাং ঈদের দিনও এমন বৃষ্টি হতে পারে।
ঢাকার বাইরে নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ভারি বর্ষণের কোন অশঙ্কা নেই।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী,  চট্টগ্রাম, বরিশাল, খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বর্ষা সক্রিয় থাকায় সকাল অথবা বিকালে বৃষ্টি হচ্ছে কয়েকদিন। পরবর্তী ৭২ ঘণ্টাও তা সক্রিয় থাকতে পারে।
জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান বলেন, এ মাসের স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই-তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে দুই একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

No comments:

Post a Comment