বান্দরবান: বান্দরবানের কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পুরোহিত বাবুল চক্রবর্তীসহ তার পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শহরের বনরুপা পাড়াস্থ তার বাসায় ছুরি নিয়ে এক যুবকের প্রবেশের পর তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ওই ঘটনার পর বাবুল চক্রবর্তীর পরিবার থনায় সাধারণ ডায়েরিও করেছে।
জানা গেছে, বৃহস্পাতবার ভোর সাড়ে ৫টার দিকে গামছায় মুখ বাঁধা অজ্ঞাত পরিচয়ের এক যুবক ছুরি হাতে বাবুল চক্রবর্তীর বাসায় প্রবেশ করে। পরে বাসার লোকজন ও আশেপাশের মানুষের সাড়া পেয়ে ওই যুবক সেখান থেকে সটকে পড়ে। কিন্তু এ ঘটনার পর বিকেলে বাবুল চক্রবর্তীর ছেলে রাহুল চক্রবর্তী বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
ডায়েরিতে কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বাবুল চক্রবর্তীর প্রাণ নাশের আশঙ্কার কথা বলা হয়েছে।
বাবুল চক্রবর্তীর পুত্রবধূ পপি চক্রবর্তী জানান, ভোরে পূজো দেয়ার সময় হঠাৎ করে বাসার সামনে গামছায় মুখ ডাকা ছুরি হাতে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। ওই যুবকের দুই হাতেই ছুরি ছিল এবং বাসায় প্রবেশের চেষ্টা করছিল।
পরে পপি চক্রবর্তী দৌড়ে গিয়ে চিৎকার দিলে এ সময় আশেপাশের বাসা-বাড়ির লোকজনও চলে আসে। ততক্ষণে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন পিছু ধাওয়া করেও তার সন্ধান পায়নি বলেও জানায় পপি।
বাবুল চক্রবর্তীর পাশের বাসার বাসিন্দা স্বপন অইচ জানান, তার ছেলে টিটু আইচ ওই যুবককে দেখতে পেয়ে ছুটে যান। কিন্তু দ্রুত সেখান থেকে সটকে পড়ায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বাবুল চক্রবর্তী গত ৩২ বছর ধরে বান্দরবানের কেন্দ্রীয় দূর্গা মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে কাজ করছেন। তিনি শহরের বনরুপা পাড়ায় বসবাস করেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ্ জানান, পুলিশ ব্ষিয়টি তদন্ত করে দেখছে।
No comments:
Post a Comment