সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রচার করে শিক্ষার্থীদের ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অননুমোদিত ক্যাম্পাস, অননুমোদিত আউটার ক্যাম্পাস পরিচালনা, ট্রাস্টি বোর্ড নিয়ে সমস্যা, আদালতের স্থগিতাদেশ দেশ ক্যাম্পাস পরিচালনার অভিযোগ রয়েছে। আবার কিছু বিশ্ববিদ্যালয় সম্প্রতি অনুমোদন পেয়েছে তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধিন। তাই এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যথার্থ খোঁজ খবর নিয়ে শিক্ষার্থীদের ভর্তি হতে পরামর্শ দিয়েছে মঞ্জুরি কমিশন।
শিক্ষার্থীদের সর্তক করতেই এ বিশ্ববিদ্যালয়গুলোকে চিহ্নিত করা হয়েছে বলে জানায় ইউজিসি।মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, “প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তারা শিক্ষার্থীদের কাছে সার্টিফিকেট বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় যেনো ব্যবসার জানালা না হয় সেটাই আমাদের দেখার বিষয়। আমরা শিক্ষার্থীদের প্রতারণা থেকে দূরে রাখতে চাই। মন্ত্রণালয়কে দ্রুতই এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রণালয় যতই দেরি করবে ততই আমাদের ছেলেমেয়েরা প্রতারিত হবে। অভিভাবকরা টাকা দিয়েই তাদের ছেলেমেয়েকে পড়ালেখা করাবেন। কিন্তু কোথায় ভর্তি করাচ্ছেন সেটি আগে দেখে নিবেন। খালি সার্টিফিকেট নেওয়ার জন্য ভর্তি করে কোনো লাভ নেই।”
এই ১২টি বিশ্ববিদ্যালয় হলঃ ইবাইস, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট সাউর্দান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, প্রাইম ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি এবং দারুল ইহসান ইউনিভার্সিটি।
No comments:
Post a Comment