গ্রাম থেকে গ্রামান্তরে উপজেলার উন্নয়নে সারা বছর অহর্নিশ ছুটে চলেন সাতকানিয়ার জনপ্রিয় চেয়ারম্যান ও সর্বস্থরের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব জসিম উদ্দিন। আজ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি তাঁর ফেসবুক ফলোয়ারসহ সাতকানিয়ার সর্বস্থরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সাথে জানিয়েছেন ' ঈদের প্রার্থনা'। নীচে জনাব জসীম উদ্দিনের 'ঈদ মেসেজ' ও 'ঈদের প্রার্থনা' হুবহু, যেমনটি তিনি নিজে ফেসবুকে পোস্ট করেছেন, উদ্ধৃত করা হল-
ঈদ মেসেজ
ঈদের প্রার্থনা
এক জন উপজেলা চেয়ারম্যান এর এবারের ঈদের প্রার্থনা।
" হে আল্লাহ! প্রিয় মাতৃভূমি কে
প্রশান্তির চাদরে সদা আবৃত রাখুন।
প্রিয় সাতকানিয়া কে অতি বৃষ্টিধারায়
সৃস্ট বন্যাজাত সকল বিপদাপদ থেকে
রক্ষা করুন। " আ - মী - ন
- জসিম উদ্দীন।
জনাব জসিম উদ্দিনের ঈদের সেলফি
[gallery ids="7796,7797,7798,7799,7801,7800" type="rectangular"]
No comments:
Post a Comment