Thursday, July 7, 2016

ফেসবুক বন্ধুদের সহ সাতকানিয়ার সর্বস্থরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন

গ্রাম থেকে গ্রামান্তরে উপজেলার উন্নয়নে সারা বছর অহর্নিশ ছুটে চলেন সাতকানিয়ার জনপ্রিয় চেয়ারম্যান ও সর্বস্থরের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব জসিম উদ্দিন। আজ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি তাঁর ফেসবুক ফলোয়ারসহ সাতকানিয়ার সর্বস্থরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সাথে জানিয়েছেন ' ঈদের প্রার্থনা'। নীচে জনাব জসীম উদ্দিনের 'ঈদ মেসেজ' ও 'ঈদের প্রার্থনা' হুবহু, যেমনটি তিনি নিজে ফেসবুকে পোস্ট করেছেন, উদ্ধৃত করা হল-


ঈদ মেসেজ

eid mubarak - jasim uddin

ঈদের প্রার্থনা

এক জন উপজেলা চেয়ারম্যান এর এবারের ঈদের প্রার্থনা।

" হে আল্লাহ! প্রিয় মাতৃভূমি কে
প্রশান্তির চাদরে সদা আবৃত রাখুন।
প্রিয় সাতকানিয়া কে অতি বৃষ্টিধারায়
সৃস্ট বন্যাজাত সকল বিপদাপদ থেকে
রক্ষা করুন। " আ - মী - ন



- জসিম উদ্দীন।


 

জনাব জসিম উদ্দিনের ঈদের সেলফি 

[gallery ids="7796,7797,7798,7799,7801,7800" type="rectangular"]

No comments:

Post a Comment