Pages

Friday, July 1, 2016

ইস্তানবুল বিমানবন্দরে হামলাকারী ৩ জনের ছবি প্রকাশ


তুরস্কের ইস্তানবুলের আতার্তুক বিমানবন্দরে সন্দেহভাজন তিন আত্মঘাতি হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দরের সিসি টিভি ক্যামেরা থেকে সন্দেহভাজনদের ছবি পেয়েছেন তারা।




তুরস্কের একজন উর্ধ্বতন সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন। ওই সূত্রটি দাবি করে, ‘হামলাকারী তিনজন সিরিয়ার রাক্কা থেকে এসেছে এবং এ হামলার মূল পরিকল্পনায় ছিল আইএস-এর নেতারা। এ ব্যাপারে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে।’


সূত্রটি জানায়, ছবির একজন বিস্ফোরক দ্রব্যসহ একমাস আগে রাক্কা থেকে রাশিয়া, উজবেকিস্তান ও কিরগিজস্তান হয়ে তুরস্কে পৌঁছে। হামলাকারীরা দেশটির ফাতিহ শহরের একটি বাসা ভাড়া করে থাকছিল।


সূত্রটি আরও জানায়, অত্যন্ত সুপরিকল্পিত এ হামলায় সরাসরি আইএস-র নেতারা জড়িত বলে প্রমাণ পেয়েছে তুরস্কের পুলিশ।


ইতোমধ্যে দেশটির পুলিশ ফাতিহ এলাকা পরিদর্শন করে স্থানীয় লোকজনকে তিন সন্দেহভাজনের ছবি দেখিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।


হামলাকারীরা যে ভবনে থাকতো সেটির পাশের গ‍্যারেজের মালিক মুস্তফা এলসান ভবনটির দ্বিতীয় তালার একটি জানালায় ওই তিন জনকে ধুমপান করা অবস্থায় দেখেছেন বলে স্থানীয় পুলিশকে জানিয়েছেন। এছাড়া গেল দুদিন আগে সেখান থেকে রাসায়নিক দ্রব্যের গন্ধও পেয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানান স্থানীয় এক নারী।



No comments:

Post a Comment