Pages

Friday, July 1, 2016

দেশীয় মজাদার রান্নার রেসিপির অ্যাপস BDCuisine

বাঙালিরা জন্মগতভাবেই একটু ভোজন রসিক হয়ে থাকে। দেশীয় খাবার হলে তো আর কথাই নেই। কিন্তু দেশীয় মজাদার অনেক রান্নার রেসিপি জানা না থাকার কারণে সেই সব খাবারের স্বাদ থেকে বঞ্চিত হতে হয় অনেককেই। ভোজন রসিক বাঙালিদের ভোজন পিপাসা বাড়াতে দেশীয় মজাদার সব রান্নার রেসিপির অ্যান্ড্রয়েড অ্যাপস BDCuisine তৈরি করেছেন বাংলাদেশের তরুণ কম্পিউটার প্রকৌশলী মো: রকিবুল হোসেন মুকুল।


অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে আছে পিঠা, ভর্তা, আমিষ, নিরামিষ, মাংস, কাবাবসহ মজাদার সকল রান্নার রেসিপি। এছাড়া বিশেষজ্ঞদের স্বাস্থ্য টিপস পাওয়া যাবে অ্যাপসটিতে। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে BDCuisine (www.bdcuisine.com) এ থাকছে মজাদার রান্নার রেসিপি।


BDCuisine অ্যান্ড্রয়েড অ্যাপসটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অ্যাপসটি ডাউনলোড করার পর যে সকল ক্যাটাগরিতে অ্যাপসটির ব্যবহারকারী প্রবেশ করবে ঐসব ক্যাটাগরির রেসিপিসমূহ পরবর্তীতে ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহারকারী দেখতে পারবে। পরবর্তীতে কোনো রেসিপি আপডেট  হলে, refresh বাটন এ ক্লিক করে ক্যাটাগরি আপডেট করে নিলে আপডেট  রেসিপি দেখতে পারবে ব্যবহারকারীরা।


দেশীয় মজাদার সব রান্নার রেসিপির এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির প্রথম সংস্করণ ইতোমধ্যেই যুক্ত হয়েছে গুগল প্লে স্টোরে। অ্যান্ড্রয়েড ৪.০ বা এর পরের যেকোনো সংস্করণে ইন্সটল করা যাবে ৩.৯ মেগাবাইট আকারের এই অ্যাপস। তবে অ্যাপসটিকে আরও উন্নত করার কাজ চলছে এবং অতি শীঘ্র অ্যাপ্লিকেশনটির আরও আপডেট আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাপসটির নির্মাতা রকিবুল হোসেন মুকুল।

অ্যান্ড্রয়েড অ্যাপসটির ডাউনলোড লিংক http://goo.gl/HdytBB

No comments:

Post a Comment