Pages

Monday, March 30, 2020

ঘরে থাকুন নিরাপদে । কি লাগবে বলুন - আমরা আছি তো !

evaly stayhome
ঘরে থাকুন নিরাপদে । কি লাগবে বলুন - আমরা আছি তো !

প্রিয় ভিওয়ার্স , ঘরে বসেই আপনার নিত্যপণ্যগুলো অর্ডার করে আনতে  পারেন এই অনলাইন অর্ডার পোর্টালটির মাধ্যমে।  ঘরেই থাকুন।  কোয়ারেন্টাইন ব্রেক করবেন না।

Evaly Express Shops

Terms & Conditions


১) ইভ্যালি এক্সপ্রেস শপে শুধুমাত্র প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট (ডেইলি নিড) বাজারমূল্যে পাওয়া যাবে।
২) প্রতিটি এলাকার জন্য নির্ধারিত ইভ্যালি এক্সপ্রেস শপ থাকবে। সকল কাস্টমারগণ যার যার নিকটবর্তী এক্সপ্রেস শপ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।
৩) ইভ্যালি এক্সপ্রেস শপ থেকে অর্ডার করা পণ্য ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে।
৪) প্রতি অর্ডারে কাস্টমারগণ নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবে এবং শর্ত অনুযায়ী অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
৫) ১ একাউন্ট থেকে প্রতিদিন ১টি ইনভয়েসের মাধ্যমে সর্বোচ্চ ৫০০০ টাকা পরিমাণের প্রোডাক্ট অর্ডার করা যাবে।
৬) ইভ্যালি এক্সপ্রেস শপ থেকে পেমেন্ট করা যাবে ইভ্যালি বিকাশ মার্চেন্ট নাম্বার (01704169596), পেমেন্ট গেটওয়ে কিংবা ব্যাংকে চেক ডিপোজিটের মাধ্যমে।
৭) নতুন পেমেন্টের ক্ষেত্রে ৭দিন পর ১০% ক্যাশব্যাক যোগ হবে।
অনিবার্য কারনবশতঃ ক্যাম্পেইনে যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জেনের সম্পূর্ণ অধিকার ইভ্যালি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিঃদ্রঃ - প্রোডাক্ট প্রাইস ৫০০ টাকার নিচে হলে অনুগ্রহকরে একাধিক প্রোডাক্ট কার্টে অ্যাড করে অর্ডার প্রসেস করুন।

No comments:

Post a Comment