Pages

Tuesday, August 30, 2016

''এই দেখ জিয়াতা লইট্টা মাছ, আ-রে ছবি তোল'' - চট্টগ্রামী জেলে

কথিত আছে লইট্টা মাছের প্রাণ নাকি সাগরের জেলেরাও দেখতে পায়না, জালে আটকা পড়ার সাথে সাথেই মৃত্যু ঘটে নাজুক এই মাছগুলির কিন্তু আজ চট্টগ্রামে ঘটল অবিশ্বাস্য ঘটনা, জীবিত লইট্টা মাছ শুধু নয় রীতিমত ডাঙ্গায় কই মাছ তুললে যেমন লাফালাফি করে তেমনি করেই ডাঙ্গায় লাফালাফি করছিল লইট্টা মাছগুলো। এই ভিডিওর মাধ্যমে অনেকেরই জীবিত লইট্টা মাছ দেখার সৌভাগ্য হবে। ধন্যবাদ চট্টগ্রামী জেলেদের !


শেয়ার করুন যাতে সবার দেখার সুযোগ হয়।



[facebook url="https://www.facebook.com/CGBANGLA/videos/765533733589725/" /]

No comments:

Post a Comment