Pages

Sunday, August 28, 2016

এস আলম পাওয়ার প্ল্যান্ট ।। ১৭ মেগাওয়াট বাণিজ্যিক উৎপাদন আজ থেকে শুরু

এস আলম পাওয়ার জেনারেশনের ২ ইউনিট থেকে বাণিজ্যিকভাবে আজ ১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। প্রায় ২৪৭ কোটি টাকা ব্যয়ে জাপানের কারিগরি সহায়তায় ২ ইউনিট বিশিষ্ট ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে এস আলম গ্রুপ। গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ ২৮ আগস্ট রোববার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে ১০৮ কোটি টাকা। উল্লেখ্য, এস আলম পাওয়ার জেনারেশনের ৭০ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে এস আলম কোল্ড রোলড স্টীল। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে ৬১২ মেগাওয়াট করে মোট ১ হাজার ২২৪ মেগাওয়াটের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার জন্য পিডিবির সাথে চুক্তি করেছে এস আলম গ্রুপ। ২৪০ কোটি ডলারের এ প্রকল্পে ১৭৫ কোটি ডলার ঋণ দেবে চীনা ব্যাংক। এ প্রকল্পে এস আলম গ্রুপের সঙ্গে থাকছে চীনের দু’টি প্রতিষ্ঠান সেপকো থ্রি ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি। এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে এসএস পাওয়ার লিমিটেড ১ ও এসএস পাওয়ার লিমিটেড ২ নামে দুটি প্রতিষ্ঠান। চুক্তি কার্যকরের দিন থেকে ৪৫ মাসের মধ্যে কেন্দ্র দুটি থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এস আলম গ্রুপের তথ্যমতে, ১৬ নভেম্বর ২০১৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে কেন্দ্র দুটি।

No comments:

Post a Comment